ক্রাইম পেট্রোল ডেস্ক : বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে মো. সাহেদ(২৬) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ০২ ডিসেম্বর, সোমবার দুপুর ১২টার দিকে উপজেলাস্থ রূপসী পাড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মাস্টার পাড়ায় মাইন উদ্দিনের কড়ই বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মৃত মো. সাহেদ(২৬) উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। জানা যায়, সোমবার দুপুর ১২টা দিকে মাস্টার পাড়ার মাইন উদ্দিনের কড়ই বাগানে মা ছেলের লাশ দেখতে পেয়ে কান্নাকাটি করলে এলাকাবাসীরা ছুটে আসে এবং সবাই মিলে লাশটি বাড়িতে নিয়ে আসে। পরক্ষণে পুলিশকে খবর দিলে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে সাহেদ বাগানে গিয়ে বিষ পান করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার সেকেন্ড অফিসার এস আই খালেদ মোশারফ।
তিনি বলেন, “লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”