অনলাইন ডেস্ক : “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশগড়ি” এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার রামগতি থানা কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালন করা হয়। এ উপলক্ষে একটি বিশাল র্যালি রামগতি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় রামগতি থানা কমিউনিটি পুলিশিং সেলের প্রধান সমন্বয়ক এ টি এম আরিচুল হক, অফিসার ইনচার্জ, রামগতি থানা, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ আলমগীর হোসেন, প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য অতিথি হিসেবে এসিল্যান্ড, পৌর মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সেক্রেটারী, রামগতি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, বিভিন্ন ইউনিয়নের সভাপতি/সেক্রেটারী, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে কেক কাটা ও শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।