
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর >>
রংপুরের পীরগাছায় গত ১৭ অক্টোবর বাবা কর্তৃক বিক্রি হওয়া তিন দিনের শিশুসন্তান হাসানুল হক ইনুকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই শিশুটির পরিবারকে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার শিশুটির পরিবারের কাছে সহায়তা হস্তান্তর করেন পীরগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম ও শিশুটির বাবা হোসেন আলী ও মা রওশন আরা বেগম উপস্থিত ছিলেন। পীরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে। শিশুটিকে ফেরত পেয়ে তার পরিবার সন্তুষ প্রকাশ করেছে। এ মাসেই জন্ম নেওয়া ইনু নামের শিশুটিকে তার বাবা হোসেন আলী অভাবের তাড়নায় বিক্রি করে দেয় বলে এলাকাবাসী জানান। হোসেন আলী পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের তাতুনিয়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। পরে রংপুর জেলা প্রশাসন, পীরগাছা উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সহায়তায় শিশুটিকে দিনাজপুর থেকে উদ্ধার করা হয়।