মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুর নগরীর পশুরাম থানার অন্তর্গত চিলের ঝাড় মহল্লায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জহুরুল ইসলাম (৪৫) নামে সেটেলমেণ্ট অফিসের কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় এক নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পশুরাম থানার ওসি আব্দুল গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চিলেরঝাড় মহল্লার মোজাম্মেলের সাথে নিহত জহুরুল ইসলামের জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে এ নিয়ে দু’পক্ষকে নিয়ে সালিশ বসে। বৈঠক চলাকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মোজাম্মেল তার স্বজনরা জহুরুল ইসলামের মাথায় ছোরা দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই সে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এ ব্যাপারে পশুরাম থানার ওসি আব্দুল গনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোজাফফর হোসেন ও আমেনা বেগম নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় নিহত জহুরুল ইসলামের ছেলে রায়হান আলী বাদী হয়ে পশুরাম থানায় হত্যা মামলা দায়ের করেছে।