মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১০১ জন শিশুর কন্ঠে জাতীয় সংগীতের এক অভিনব আয়োজন করা হয়। বুধবার সকাল ১১টায় রংপুর টাউন হল চত্বরে এ আয়োজন শুরু হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা ও জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের ১০১ জন শিক্ষার্থী সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশনা শেষে টাউন হল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, সম্মানিত অতিথি রংপুুুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।