মো. সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা, মহানগর যুবলীগের নেতৃবৃন্দ দিনব্যাপি কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন হয়। পরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। দুপুর সাড়ে ১২টায় বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে ঘোড়ার গাড়িতে করে বাদ্য যন্ত্রের তালে তালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় রংপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক লক্ষিন চন্দ্র দাসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সদস্য ডিজেল আহমেদ, রংপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুমন সরকার, যুবলীগ নেতা সৈকত হোসেন সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে, একই সময়ে মহানগর যুবলীগের একটি র্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় রংপুর মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মুর্যালের পাশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক-কাটা, দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।