
মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি,রংপুর:
রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকায় মনারুল (২৫) নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি আবদুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, বৃহসপতিবার রাত ১১টার দিকে মনারুলকে বাসা থেকে বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন দোলাপাড়া নামক স্থানে তার ক্ষত-বিক্ষত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মনারুলের মরদেহ উদ্ধার করে রমেক হাসপাতালের ডেড হাউজে নিয়ে যায়। এদিকে পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতালের লাশ ঘরে গিয়ে তা শনাক্ত করেন।
কোতয়ালী থানার ওসি আবদুর রশীদ জানান’ ঘটনায় সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।