
মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি রংপুর:
রংপুরের পীরগঞ্জে মায়ের কাফনের কাপড় কিনতে এসে মহেন্দ্র চাপায় স্পৃষ্ট হয়ে রেজাউল হোসেন ভুট্টু (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পীরগঞ্জের লালদিঘী বটতলার মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ভুট্টু মিয়া পীরগঞ্জের কিশোরগাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ভুট্টু মিয়া এক আত্মীয়কে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে স্বজনদের বাড়ীতে মায়ের মৃত্যুর সংবাদ দিয়ে স্থানীয় বালুয়াহাট থেকে কাফনের কাপড় কিনে বাড়ি ফেরার পথে ভাটার ইট বহনকারী মহেন্দ্রের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় । খরব পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মহেন্দ্রটি আটক করেছে। চালক এখন পর্যন্ত পলাতক রয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার রাতে ভুট্টু মিয়ার মা বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।