
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন রংপুর মহানগর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বিকালে নগরীর দেওডোবা ডাঙ্গীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। এ সময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপনাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক নূর আলম লিটন, যুবলীগ নেতা ইফতেখার আহমেদ বাপ্পি, ইমরান আনোয়ার অয়ন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি সাজ্জাদ বিন আলম সৌরভ, সাধারণ সম্পাদক শাহ্ আলম খোকনসহ ফেডারেশনের অন্যান্য নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।