রংপুর ব্যুরো :
‘শুদ্ধ সংস্কৃতি হোক দেশ গড়ার অদম্য শক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে রংপুরের প্রবীণ শিল্পীদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
প্রবীণ শিল্পীদের আয়োজনে আজ শুক্রবার (২৪ জুন) বিকেল ৪ টায় পাবলিক লাইব্রেরি হলরুমে প্রথম পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, মহানগর রংপুরের সদস্য সচিব উমর ফারুক, অতিথিবৃন্দের মধ্যে ভাওয়াইয়া একাডেমি, রংপুরের সাধারণ সম্পাদক সুনীল সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এমএ রউফ সরকার; ব্যাংকার,গীতিকার ও কণ্ঠশিল্পী সওদা খামন মিনু , সমাজসেবক ডাঃ রহিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাওয়াইয়া একাডেমির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম হারুন | সার্বিক সহযোগিতায় ছিলেন শাহ্ আলম,কাজল কুমার ও হযরত আলী।
আলোচনা সভাশেষে দ্বিতীয় পর্যায়ে সাংকৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে প্রবীণ শিল্পীদের গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি।