মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : করোনা ভাইরাসের হট স্পট রংপুরে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে দোকান-পাট মার্কেট শপিংমলসহ সকল দোকান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জনতার রংপুর। মঙ্গলবার (১৯ মে) সকালে স্থানীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে জাসদ নেতা গৌতম রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামীলিগ সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, ওবায়দুল হক ময়না, মোয়াজ্জেম হোসেন লাভলু, মাহামুদ এলাহী বিপ্লব, কমরেড আব্দুল কুদ্দুস, লিটন, জিলা স্কুলের শিক্ষক শফিয়ার রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.তুহিন ওয়াদুদ, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না, মিঠু, জনতার রংপুরের আহবায়ক ডা. মামুনুর রহমান মামুন প্রমুখ। বক্তারা করোনা মোকাবেলায় দোকান-পাট বন্ধ, যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে স্থানীয় প্রশাসনকে আহবান জানান। অটো-রিক্সা শ্রমিকসহ আর্থিক সংকটাপন্ন সকল হতদরিদ্রের ত্রাণের ব্যবস্থা ও আক্রান্ত সকল রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি তুলেন। এছাড়াও ব্যবসায়ীরা যদি দোকান-মার্কেট বন্ধ না রাখে তাহলে রংপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে কঠোরভাবে পরিস্থিতি মোকাবেলা হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।