মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সাংবাদিকদের একটি জাতীয় নেটওয়ার্কের সংগঠন ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) রংপুর জেলা কমিটি। সভায় নবগঠিত জেলা কমিটির সদস্যবৃন্দকে পরিচিত করে দেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রতন সরকার।
সোমবার (০৪ এপ্রিল) বিকেলে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বিএমএসএফ এর রংপুর কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক।
বিএমএসএফের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম লালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, জেলা আওয়ামীলীগের এডভোকেট আবু সাইয়েদ সুমন। অতিথিবৃন্দ রংপুরের উন্নয়ন ও সম্ভাবনার নিয়ে গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত থেকে মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবী, মর্যাদা ও অধিকার আদায়ের উপর বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী, সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সময় টিভির বিশেষ প্রতিবেক রতন সরকার, যুগ্মসাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সাজ, সদস্য শরিফা বেগম শিউলী প্রমুখ।
মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবির পাশাপাশি আলোচনা সভায় বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ, বিজ্ঞাপনের সুষম বন্টন,মফস্বল সাংবাদিকদের বেতন-ভাতা, প্রধানমন্ত্রী কর্তৃক প্রণোদনাবঞ্চিত প্রকৃত সাংবাদিকদের ভাতা প্রদান, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) পরিচালিত সব ধরনের প্রশিক্ষণের সকল পর্যায়ের সাংবাদিকদের অন্তর্ভুক্তকরণ, বাংলাদেশের প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ এবং মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে জন্ম নেয়া এ অঞ্চলের প্রথম সাপ্তাহিক পত্রিকা মহাকাল ও প্রথম দৈনিক দাবানল এর স্মৃতি সংরক্ষণ, পেশাগত দায়িত্ব পালনকালে হতাহত সাংবাদিকদের সহায়তা প্রদান, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার নামে স্মৃতি মিলনায়তন প্রতিষ্ঠা, প্রতি বছর জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রিপোর্টার নির্বাচন ও পুরস্কার প্রদান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে গণমুখীকরণসহ রংপুরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর পূর্ণাঙ্গ সম্প্রচার কেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে জোরালো বক্তব্য রাখেন।
আলোচনা শেষে রমজানের ফজিলতের উপর দোয়া কামনা করে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।