ক্রাইম পেট্রোল ডেস্কঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আসমা আক্তার মনিরা (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রোরবার বেলা ১২টার দিকে পৌরসভার আদর্শপাড়ার থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটক মনিরা বেগম ওই এলাকার বহু মানুষকে বিদেশ পাঠানো, চাকুরি দেওয়া, ঘর, পানির ট্যাংকি ও গরু দেওয়ার কথা বলে ২০-২৫ জনের নিকট থেকে প্রায় ২৫ লাখ টাকা হা’তিয়ে নিয়ে ৬ মাস ধরে আত্মগোপনে ছিলেন। পাওনাদারেরা আজ তাকে ওই মহল্লায় পেয়ে আটক করে পুলিশে সোপর্দ করেন।সে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের রুস্তুম আলী মোল্লার মেয়ে। আসমা আক্তার আদর্শপাড়া এলাকায় জনৈক আব্দুল আলী এর বাড়িতে ১৩ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে থাকেন। এই সুবাদে ওই এলাকার লোকদেরকে নানা প্র’লোভন দেখিয়ে সে টাকা হা’তিয়ে নেয়। এ ছাড়াও আসমা আক্তার ২০১৭ সাল থেকে বাগেরহাট পিসি কলেজের মহিলা হোস্টেলের কাছে জাহানারা মঞ্জিলে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।সেখানে তার স্বামী মামুন জেমাদ্দার আসা যাওয়া করেন বলে বাড়ির মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক জাহানারা বেগম জানিয়েছেন।
জাহানারা বেগম বলেন, ‘আসমা বাগেরহাটেও অনেকের নিকট থেকে প্র’তারণার আশ্রয়ে কয়েক লাখ টাকা হা’তিয়ে নিয়েছে।’
এ বিষয়ে আটক আসমা আক্তার বলেন, ‘যে কোন কারণে টাকা নিয়েছি আবার ফেরত দিয়ে দেব। মামুনের কাছে সব টাকা দিয়েছি।আমি নিজেও প্র’তারিত হয়েছি। মামুন জোমাদ্দার বারইখালী গ্রামের ইউসুব আলী জোমাদ্দারের ছেলে বলে জানান তিনি।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ‘আসমা আক্তারকে জনরোষ থেকে রক্ষা করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’