ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।। আজ শুক্রবার ২৫ জুলাই মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকার সমাধি পরিদর্শন করেছেন বিমান বাহিনীর একটি চৌকস দল সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গত ২১ জুলাই ২০২৫ খ্রি. তারিখে ঢাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাকুমা চৌধুরী (নিপু) এর কবর সোহাগপুর,আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভগ্নিপতি ওলিউর রহমান ( সোহাগপুর পাগলা) এর পারিবারিক কবরস্থান জেয়ারত ও পরিদর্শনে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান এর নেতৃত্বে ১০ জনের একটি চৌকস দল। তাছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মো. শামীম, জেলা বিএনপির সভাপতি খালেদ মাহমুদ শ্যামল সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।


















