ক্রাইম পেট্রোল ডেস্ক:
কুমিল্লার হোমনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনকে আহ্বায়ক এবং মো. মোজাম্মেল হক মুকুলকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার, ২৫ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুমিল্লা উত্তর জেলা শাখার সদস্য সচিব এ.এফ.এম. তারেক মুন্সি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হোমনা উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট একটি হোমনা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে।
অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হোমনা পৌর বিএনপির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা হয়। আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে হোমনা পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে হোমনা পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. ছানা উল্লাহ সরকারকে আহ্বায়ক এবং নজরুল ইসলামকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।