
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ী স্পোর্টস এসোসিয়েশন এর আয়োজনে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এর পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা মরহুম অ্যাড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে পৌরসভার শিমলা বাজার গণময়দান শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য ডিসপ্লে’র মধ্য দিয়ে খেলার উদ্বোধন করা হয়েছে।
এতে জামালপুর জেলার ২৬ লক্ষ মানুষের অভিভাবক, প্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এম.পি এর পিতা মরহুম অ্যাড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সরিষাবাড়ী স্পোর্টস এসোসিয়েশন সহ-সভাপতি নজরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কালাচান পাল।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ.উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ,পৌরমেয়র রুকুনুজ্জামান রোকন,পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম,সরিষাবাড়ী উপজেলায় অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির মো. সাখাওয়াতুল আলম মুকুল ,সরিষাবাড়ী অনার্স কলেজের ভিপি নাজমুল হুদা বজলু, জিএস রাজন আহাম্মেদসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।
প্রথম রাউন্ডে অংশগ্রহণকারী দল রংপুর জেলার পীরগঞ্জ জয় স্পোটিং ক্লাব বনাম টাঙ্গাইল জেলার সখিপুর স্পোটিং একাডেমির মধ্য অনুষ্ঠিত খেলা উপভোগ করতে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। খেলায় পীরগঞ্জ জয় স্পোটিং ক্লাব-০৪ ও সখিপুর স্পোটিং একাডেমি-০১ গোলে বিজয়ী হয়।