মোঃ বাবুল রানা, ভোলা:
ভোলার আলোচিত কু*খ্যাত ডা*কাত ও ১৩ মামলার আসামি আলতাফ হোসেন ওরফে আলতু মাতব্বরকে গ্রেফতার করেছে র্যাব-৮।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে ভোলাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ভোলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমাণ্ডার লেফটেন্যাণ্ট মো. শাহরিয়ার রিফাত অভি এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার আলতু ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মধ্য বাপ্তা গ্রামের ২ নং ওয়ার্ডের মৃত আকরাম আলী ওরফে কালাই মাতব্বর এর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা জেলার কু’খ্যাত জ’লদস্যু ও স’ন্ত্রাস আলতাফ হোসেন মাতব্বর ওরফে আলতু ডা*কাতকে মঙ্গলবার ভোরে ভোলাগামী লঞ্চ এমভি ভোলা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডা*কাতি, চু*রি, ছি*নতাই, চাঁ*দাবাজি এবং হ*ত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
এর মধ্যে ভোলা সদর থানায় চু*রি, ডা*কাতি, ছি*নতাই, চাঁ*দাবাজি ও গুরুতর জ*খমসহ ৬টি, লক্ষীপুর সদর থানায় হ*ত্যা, চু*রি ও চাঁ*দাবাজিসহ ৩টি, লক্ষীপুরের রায়পুর থানায় চাঁ*দাবাজি ও গুরুতর জ*খমসহ ২টি এবং বরিশালের হিজলা থানায় গুরুতর জ*খমসহ দ্রুত বিচার আইনে ২টি মামলা রয়েছে। আলতু বাহিনীর স*ন্ত্রাসী হামলায় দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে ভোলার চরের অসংখ্য পরিবার। কোটি টাকার অধিক মূল্যের গবাদি পশু লু*টপাটের পরও আন্তঃজেলার ডা*কাত চক্রটি শতশত একর জমির পাকা ধান কেটে নিয়ে অসংখ্য নিরীহ পরিবারকে উৎখাত করার চূড়ান্ত নীল নকশা বাস্তবায়ন করেছে। অসহায় চরের বাসিন্দাদের চাঁ*দা না দেওয়ায় মা*রধর, গুরুতর জ*খম, নি*র্যাতন ও হু*মকিসহ নানা ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
এসব জ*ঘন্যতম অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাহিরে থেকে বহুদিন ধরে আলতুবাহিনী দেশের বিভিন্ন জায়গায় পলাতক থেকে তাদের স*ন্ত্রাসী কার্যক্রম চলমান রেখেছিল।