
এএসএম সা’-আদাত উল করীম:
ভারতে কয়েক মাস আগেই লোকসভা নির্বাচনে ভোটে রাজস্থানের ২৫টি আসনেই জয়ী হয়েছিল এনডিএ। গত শনিবারের পৌরসভা নির্বাচনে ভোটে ১৭টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে ১১টিই দখল করেছে কংগ্রেস। বিজেপির ঝুলিতে এসেছে মাত্র ৩টি। একইসঙ্গে নির্বাচনে ভোট হয় ২৯টি পৌরসভায়। তার মধ্যে ১৫টিতে জয়ী কংগ্রেস। বিজেপি জয়ী হয়েছে ৬টিতে। বাকিগুলো দখল করেছে সতন্ত্র প্রার্থী । এর আগে কংগ্রেস ও বিজেপি দু’দলেরই নিয়ন্ত্রণে ছিল ২১টি করে পৌরসভা। ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ভোটগণনা। ২৬ ও ২৭ নভেম্বর এই পৌরসভাগুলোর চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচন হবে।সূত্র:সংবাদ সংস্থা,জয়পুর,ভারত।