মোহাম্মদ মতিউর রহমান ব্রাহ্মণবাড়িয়া থেকে।।
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী উস্তাদ শাইখ নেছার আহমাদ আন নাছিরী সংবাদ সম্মেলন করেছেন।
আজ রবিবার ০৩ আগস্ট ২০২৫ খ্রি. সন্ধ্যায় আশুগঞ্জ ভেনিস-বাংলা রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে মাওলানা মোঃ রফিকুল ইসলাম,আশুগঞ্জ উপজেলা সভাপতি, মোঃ জসিম উদ্দিন, আশুগঞ্জ উপজেলা প্রচার সম্পাদক, হাজী জালাল উদ্দিন,মুজাহিদ কমিটির সভাপতি, মোঃ নুরুজ্জামান, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক, মোঃ আবির হোসেন, মুজাহিদ কমিটির সাংগঠনিক সম্পাদক ও সেলিম পারভেজ আশুগঞ্জ প্রেসক্লাব সভাপতিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।