ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়ার নয়টি থানার মধ্যে পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ ৮জন ইন্সপেক্টর কে একযোগে বদলি করা হয়েছে।
রোববার (২২ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে জনস্বার্থে বদলির কথা বলা হয়। বদলিকৃত কর্মকর্তাদেরকে সত্বর যোগদানের জন্য ওই অফিস আদেশে নির্দেশনা প্রদান করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, বাঞ্ছারামপুর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর থানার ওসিকে বদলি করা হয়েছে। এর মধ্যে বাঞ্ছারামপুরের ওসি মোরশেদুল আলমকে সরাইল থানা ও নাসিরনগরের ওসি মোঃ খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অর্থাৎ দায়িত্ব ঠিক থেকে তাদের থানা বদল হয়েছে।
এছাড়া সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান ও আশুগঞ্জের ওসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর কোর্টের পরিদর্শক ও নবীনগরের ওসি আবদুর রাজ্জাককে ডিএসবি’র পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
একই আদেশে পুলিশ লাইনে থাকা পরিদর্শক মুহাম্মদ আজহারুল ইসলামকে নাসিরনগর থানার ওসি, নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে বাঞ্ছারামপুর থানার ওসি ও আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনূর ইসলামকে নবীনগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
একসঙ্গে জেলা পুলিশের এত বড় রদবদল নিয়ে সর্বত্র আলোচনা চলছে। একাধিক ওসির বিরুদ্ধে নানা ধরণের অভিযোগও ছিলো। আবার কোনো কোনো পুলিশ কর্মকর্তা ভালো দায়িত্ব পালনের ফলস্বরূপ পদায়িত হন বলেও আলোচনা রয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার এহতেশামুল হক সাংবাদিকদের জানান, ‘জনস্বার্থে ও কর্মের যোগ্যতার ভিত্তিতে এই রদবদল করা হয়েছে।’