হালিম সৈকত, কুমিল্লা।।
দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কবরস্থান পরিষ্কার- পরিচ্ছন্ন করে ফুলের বাগান করা, প্রত্যেকের বাড়ির আঙ্গীনায় ফুলের ও ফলের গাছ লাগানো এবং পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার জন্য যে ব্যক্তিটি সমাজের বিভিন্ন শ্রেণিপেশার লোকদের নিয়ে কাজ করে যেতেন তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের কৃতী সন্তান সমাজসেবক অ্যাডভোকেট মোঃ শাহআলম সরকার।
ইতোমধ্যে তিনি উপজেলার বিভিন্ন গ্রামের কবরস্থান পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার ব্যাপারে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছেন। আন্দোলনে সাড়া দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামের কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এগিয়ে এসেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
তারা বিশ্বাস করেন, আমরা প্রত্যেকেই একদিন কবরবাসী হব। কবরস্থান পরিষ্কার- পরিচ্ছন্ন করলে কবরবাসী আমাদের জন্য দোয়া করবেন। মরহুম অ্যাড, শাহআলম সরকার- দুনিয়া থেকে বিদায় নিলেও তার ভাল কাজগুলো আজীবন করে যাবার ঘোষণা দিয়েছেন তার ভাই বিশিষ্ট আইনজীবী অ্যাড. মনিরুল হক সরকার৷ এসব কাজে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী মহালক্ষীপাড়া গ্রামের কৃতী সন্তান মোঃ জাহিদুল ইসলাম ৷
তারই অংশ হিসেবে দিনব্যাপী অর্ধ শতাদিক কবরস্থান জিয়ারত করেন মহালক্ষীপাড়া শাহী ঈদগাহ ময়দানের ইমাম হযরত মাওলানা আবু নাসর জিহাদী৷ দিনব্যাপী কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক, ইউপি সদস্য মোঃ বশির আহাম্মদ সরকার, ইউপি সদস্য মোঃ সোহেল ভূইয়া, সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান, মহালক্ষীপাড়া আবেদিয়া দরবার শরীফের বর্তমান পীর মোঃ আমিনুল ইসলাম, বিল্লাল হোসেন মাস্টার, এড. কামরুল হাসান, বিল্লাল হোসেন সরকার, শাহজালাল সরকারসহ এলাকার মযজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং অত্র এলাকার সকল শ্রেণি পেশার মানুষ৷ এসময় এলাকার সকল কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়৷