
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন, ‘স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেযারম্যান ফারুক আলম টবি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, বোদা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রবিউল ইসলাম প্রমুখ ।