
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
বিভিন্ন গণমাধ্যমে “ডোমারে অসহায় ছলেমানের মানবেতর জীবন যাপন, দেখার কেউ নেই” শিরোনামে সংবাদ প্রচার হয়।
যার কারণে অসহায় ছলেমানের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ডোমার সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ডোমার চিলাহাটি সড়ক সংলগ্ন বাগডোকরা মিস্ত্রিপাড়া ভালের কুড়া নামক ব্রিজের পার্শ্বে ছলেমানের ভাঙ্গাচুড়া ঘরটি দেখে। রোববার বিভিন্ন সাংবাদিক অনলাইন পোটালসহ স্যোসাল মিডিয়ায় প্রকাশ হওয়া অসহায় ছলেমানের ঘরটি দেখতে যান সাবেক ভিপি আসাদুজ্জামান চয়ন। দৃশ্যটি দেখে তিনি ভীষণ মর্মাহত হন। তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের জন্য ১বান টিন ছলেমানের হাতে তুলে দেন তিনি। অপরদিকে ইউপি সদস্য হাচানুর রহমান ৬টি বাশঁ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আসাদুজ্জামান চয়ন বলেন, আসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এমনিভাবে সকলের সহযোগিতা পেলে অসহায় ছলেমান শীত নিবারণে স্বস্তি পাবে। নিঃসন্তান ৭০ বছর বয়সেও অদ্যাবদি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছ থেকে কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ছলেমান আলী।