ক্রাইম পেট্রোল ডেস্কঃ
বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৮০ বস্তা সরকারি চালসহ ২ জন ও দস্যুতা মামলার আসামীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টায় ইফফাত আরা জামান উমি, সহকারী কমিশনার (ভূমি), বানিয়াচং, হবিগঞ্জ এর নেতৃত্বে উক্ত থানায় কর্মরত এসআই (নিঃ) ওমর ফারুক সংগীয় ফোর্সের সহায়তায় বানিয়াচং থানাধীন আলমবাজার অভিযান পরিচালনা করিয়া আসামী মশিবুল মিয়া (২৫) পিতা- মৃত সিরাজ মিয়া, সাং- ইকরাম, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ এর হেফাজত হতে প্রধাণমন্ত্রীর অনুদানে ১০/- টাকা কেজিতে বিক্রির জন্য সাদা বস্তা ভর্তি ৮০ বস্তা খাদ্য বান্ধব চাল, যার প্রত্যেক বস্তায় ৫০ কেজি করে সর্বমোট-৪,০০০(চার হাজার) কেজি চাল উদ্ধারপূর্বক জব্দ করেন। উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও ১২/০৪/২০২২খ্রিঃ তারিখ দিবাগত রাতে মোহাম্মদ এমরান হোসেন, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ এর দিক-নির্দেশনায় উক্ত থানায় কর্মরত এসআই সবুজ কুমার নাইডু, এএসআই হারুন অর রশিদ সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে দস্যুতা মামলার পলাতক আসামী ১। জালাল মিয়া (৪০) পিতা- মৃত জয়নাল আবেদীন @ জন মিয়া @ জুয়েল মিয়া, সাং- বাগহাতা হাইস্কুল কোনায় ২। এরশাদ মিয়া প্রকাশ চিকন আলী (৩৫) পিতা- মৃত সুরুজ মিয়া, সাং- চমকপুর মোকাম হাটি, উভয়থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জদ্বয়কে এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আফছর মিয়া, পিতা- মৃত মনাফ উদ্দিন, সাং- উমরপুর, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জদের নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।