আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়ার) সংবাদদাতা ॥ নাসিরনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত আশ্রয় কেন্দ্রে অবস্থানরত সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন।
আজ সোমবার বিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা উদ্যোগে নাসিরনগর উপজেলা সদরে ও দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে বেশ কিছু পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী,যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ আবু জাফর মঈনুদ্দিন,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব এডঃ মোঃ ইসলাম উদ্দিন দুলাল,সহ-অর্থ সচিব মাসুম বিল্লাহ মিয়াজি,প্রচার সচিব রেজাউল করিম তালুকদার,শিল্প বানিজ্য সচিব পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ,বাংলাদেশ ইসলামী যুবসেনার সহ-সভাপতি ডা: এস এম সরোয়ার, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম,অফিস সম্পাদক মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি সাইফুদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাবের,অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া,কাজী মাওলানা কামাল হোসেন,সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ, মাওলানা গোলাম মোহাম্মদ খান,মাওলানা এম এ বসির,মীর জাকির হোসেন,মাওলানা মাসুদ হোসাইন,আবদুল হাকিম ও মোতাহার হোসেনসহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা নাসিরনগর শাখার উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক সবংর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার সর্বত্রই বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর বোনা আমন ফসলি জমি ও ঘরবাড়ি,শিক্ষাপ্রতিষ্ঠান, সবজি বাগান,মৎস্য খামার ও গ্রামীণ রাস্তাঘাট।