আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে,স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে এটি আমাদের বড় অর্জন। গোটা বিশ্বে শেখ হাসিনা আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছেন। রবিবার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণ উপলক্ষে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান,প্রভাষক মাওলানা এখলাছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি উন্নয়ন মেলার স্টল পরিশর্দন করেন এবং তিনি প্রতিবন্দী কার্ড ও নামজারী কাগজ উপস্থিত সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেন। মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ২৪টি স্টল অংশগ্রহণ করে।এছাড়া কুইজ,সেমিনার,উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।