
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল ১১টায় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আনোয়ার সাদাত সম্রাট এর নেতৃত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক অ্যাড. মির্জা সারোয়ার হোসেন সহ দলীয় নেতা-কর্মীদেরকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে মোনাজাত করেন।
১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু এক কালোত্তীর্ণ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করেন এবং তার এই ধারাবাহিকতায় আজকের এই স্বাধীন বাংলাদেশ।