মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে রংপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এরশাদুল হক রঞ্জুর নিজস্ব উদ্যোগে সিটিকর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ বটতলা মোড় থেকে চান্দকুটি হ্যালিপেড মাঠ পর্যন্ত রাস্তার দু’ধারে তিন শত ফলজ,বনজ ওষুধি চারাগাছ রোপণ করা হয়। সোমবার বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিউর রহমান সফি। এসময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মামুনুর রশীদ মানিক,জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা মনি,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান জাহাঙ্গীর, সাবেক পাঠাগার সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সহ-সম্পাদক তালুকদার আতিকুর রহমান রকি, হারাগাছ পৌর যুবলীগ নেতা নুরুজ্জামান রিয়েল, হারাগাছ থানা যুবলীগের সাদিকুল ইসলাম আপন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবুসহ ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতা-কর্মী ও স্থানীয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।