কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে এ সমাবেশ হয়। পরে একটি মিছিল শহরের গৌরাঙ্গ বাজার, কালিবাড়ি মোড়, আখড়া বাজার ঘুরে বড়বাজারে গিয়ে শেষ হয়।
বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। পাশাপাশি তারা ৫ দফা গণদাবি বাস্তবায়নেরও আহ্বান জানান।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। এ সময় জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাও. আজিজুল হক, জেলা সেক্রেটারি মাও. নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, মাও. এম এইস লোকমান, মাও. সানাউল্লাহ, খালেদ হাসান জুম্মন, শহর আমীর মাও. আব্দুল হক এবং সদর উপজেলা আমীর মাও. কারী নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।