মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ীর রাজারামপুর এলাকার বাসিন্দারা গতকাল দিন গত রাত্রে দুই মহিলাসহ ১০ জন চোরকে ধরিয়ে পুলিশের হাতে তুলে দিলেন।
আটকরা হলেন,উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম(২২), রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাস্ত মিয়াপাড়ার মৃত সাদেক আলীর ছেলে শাহিন মিয়া(৩৬),ফুলবাড়ীর রাজারামপুর মৎস্যপাড়ার আব্দুর রউফের ছেলে সামিউল ইসলাম(২৯),রাজারামপুর দক্ষিণ পাড়ার দেলোয়ার হোসেনের স্ত্রী ছবির বেগম(৪০),শুকুর শেখের ছেলে দেলোয়ার হোসেন (৪৫),নাসিম আলীর স্ত্রী সালমা খাতুন সুম্মা (৩০),আফাজ উদ্দিনের ছেলে নাসিম আলী(৩৫) ও রাজারামপুর ডাঙ্গাপাড়ার আব্দুল মজিদের ছেলে মিজানুর রহমান(৩২)।
ধৃত সকল আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।