দিলীপ কুমার দাস, ময়মনসিংহ :
ময়মনসিংহের ফুলপুরে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে দোকান ও রান্নাঘরসহ গাছগাছালি ভে’ঙে পড়ে ব্যাপক ক্ষ’য়ক্ষতি হয়েছে।
আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে ওই ঝড় শুরু হয়। এ সময় ফুলপুর পৌরসভার শেরপুর রোডে বাংলাদেশ কৃষি ব্যাংকের নিচে আলী আকবর খোকনের টং দোকান লুটিয়ে পড়ে। এছাড়া কাড়াহায় এটিএম রবিউল করিম রবির বাড়ির রান্নাঘর ভে’ঙে গেছে। রান্নাঘরের পাশের একটি বড় গাছ উপড়ে ঘরের ওপর পড়লে রান্নাঘরটি বি’ধ্বস্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম বলেন, ‘ঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন সংবাদ এখনো পাওয়া যায়নি। তবে ছোটখাটো ঘরদোর ও গাছপালা ভা’ঙার খবর পাওয়া গেছে।’