রফিকুল ইসলাম : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ মানুষকে সচেতনতার লক্ষ্যে প্রতিদিনই কাজ করে যাচ্ছেন এবং বাইরে থেকে আগত ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে কঠোরভাবে ঘরে থাকার নির্দেশ দিচ্ছেন ।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীতে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় আমাদের সকলেরই সর্বোচ্চ সচেতনতার বিকল্প নাই। আমাদের ঘরে থেকেই সচেষ্ট থাকতে হবে যেন এ ভাইরাস নিজেদেরকে সংক্রমিত না করে ও আশেপাশের মানুষের মধ্যে না ছড়ায়।
নিজেদের মধ্যে সচেতনতা ছাড়া এই রোগের সংক্রমণ প্রতিরোধ অসম্ভব। তাই আসুন আমরা সবাই স্বাস্থ্য বিধি মেনে চলি।