জিয়াউল হক জিয়া, কক্সবাজার থেকেঃ কক্সবাজার উত্তর বনবিভাগে আওতাধীন,ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন,ফাঁসিয়াখালী বনবিটের উদ্যোগে বুনোহাতিকে আক্রমণ ও হত্যা রোধে জনসচেনতামূলক মাইকিং করা হয়েছে। বুধবার (১০ মার্চ) সারাদিন ব্যাপি এই প্রচারণা চালানো হয়। মাইকিং প্রচারণাতে বলা হয়েছে,ফাঁসিয়াখালী অভয়ারণ্য ইদানিং বুনোহাতির পদচারণা বেড়েছে।বুনোহাতিরা লবণাক্ত পানি খাওয়ার লোভে লোকালয়ের দিকে চলে আসছে।সুতরাং কেউ বুনোহাতি দেখলে আপনি বা আপনারা নিজেই নিরাপদ স্হানে থেকেই সংশ্লিষ্ট বনবিটে খবর দিন।বনকর্মী সর্বদাই প্রস্তুত। আপনাদের ডাকে সাড়া দিয়ে দ্রুত ঘটনাস্হলে গিয়ে হাতিকে বনে ফেরাতে কাজ করবে। তাছাড়া কেউ আক্রোশে বুনোহাতিকে আঘাত কিংবা হত্যা করলে ২ বছর থেকে সর্বনিন্ম ৭বছর কারাদন্ডসহ ১০লক্ষ টাকা জরিমানা করা হবে।একইভাবে দ্বিতীয় আবারো কেউ আঘাত কিংবা হত্যা করলে,তাকে সর্ব্বোচ্চ ১০বছর কারাদন্ড ও ১৫লক্ষ টাকার জরিমানা বা উভয় দন্ডে-দন্ডিত করা হবে।
এ বিষয়ে বনবিট কর্মকর্তা আবুল হোসেন জানিয়েছেন,জনসচেনতামূলক মাইকে প্রচারণার উদ্দেশ্য হল,সম্প্রতি বুলোহাতি লবণাক্ত পানি পানের লক্ষে লোকালয়ে আসছে।তাই কেউ যেন হাতিকে আক্রমণ ও হত্যা না করে।হাতি দেখা মাত্রই বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ বা পরামর্শমূলক প্রচারণা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করা হয়েছে।কেউ আক্রমণ করলে তার জন্য শাস্তির বিধান কী তা জানিয়ে দেওয়াই প্রচারণার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।