
তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে থাকা বিভিন্ন পেশাজীবীদের মাঝে জামালপুরে সরিষাবাড়ীতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন পৌরসভাতে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা পৌরসভার নিজস্ব অর্থায়নে আজ সোমবার শতাধিক কর্মহীন,ভিক্ষুক,দিন মজুর,রিক্সা,ভ্যান চালক, অসহায় মানুষের মাঝে পৌরসভার কার্যালয় থেকে এ এাণ সামগ্রী বিতরণ করেন।
এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি ও পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন বলেন, পৌর সভার নাগরিকগণ হলো আমার অক্রিজেন।যত দিন মেয়রের দায়িত্বে আছি ততদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ পৌরসভার সকল নাগরিকদের জন্য সব ধরনের সেবা দিয়ে যাব।আমি নিজেকে একজন চাকর মনে করি, আর তাই পৌরসভার আজকের এই আত্মঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের জনসচেতনতার লক্ষ্যে কর্মহীন এবং অসহায় মানুষের পাশে আছি।