পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়া(বুয়ালকুল বিল) আঁখ ক্ষেতের মধ্য থেকে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ( ১৭ মে) সন্ধ্যার পূর্বে বেলপুকুর ভড়ুয়া পাড়া বাইবাশ রাস্তার ব্রিজের পশ্চিম পাশের আঁখ ক্ষেতের ভেতরে লাশ পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা যায়, একজন কৃষক মাঠে আসলে অনেক দুর্গন্ধ পেয়ে কৌতুহলবশত সেখানে গিয়ে গলিত লাশ দেখে তাৎক্ষণিক বেলপুকুর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
বিষয়টি নিশ্চিত করে আবুল কালাম আজাদ বলেন, ‘সন্ধ্যার পূর্বে খবর পাই বেলপুকুর ভড়ুয়াপাড়া ব্রিজের পাশের আঁখ ক্ষেতে অর্ধগলিত ব্যাক্তির লাশ পাওয়া গেছে। আমিসহ আমার ফোর্স ঘটনাস্থলেই আছি, তবে কার লাশ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বেলপুকুর ব্রীজের উপড় ৪৫-৫০ বছরের এক ভারসম্যহীন এক ব্যক্তি থাকতো, সেও সেখানে নেই, লাশটি ওই ব্যক্তি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ পোস্টমর্টেমের পর বিস্তারিত জানা যাবে ৷’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার শামছুল আরেফিন। রাজশাহী পিবিআই এর ইনচার্জ জালাল উদ্দীন। তবে পিবিআই এর কর্মকর্তা জানিয়েছেন, ‘মৃত্যু দুই সপ্তাহের বেশি হওয়ায় কোনো ভাবেই আঙ্গুলের ছাপ নেয়া সম্ভব হয়নি। পরে রাজশাহী থেকে সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলমত সংগ্রহ করেন।’