পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ব্যাটারিচালিত ভ্যানের ধা’ক্কায় জমিলা খাতিন নামের (৪) বছরের এক শিশু নি’হত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে ধোপাপাড়া-সরিষাবাড়ী সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত জামিলা খাতুন উপজেলার নকুলবাড়িয়া গ্রামের বগুড়াপাড়া এলাকার দিনমজুর জুয়েল রানার বড় মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে নিহত জামিলা তার মায়ের সাথে বাড়ির পাশে রাস্তার ধারেই খেলা করছিল। রাস্তার অপর পাশ থেকে আরেকটি শিশু জামিলাকে ডাক দিলে দৌড় দিয়ে জমিলা রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি ভ্যানগাড়ি তাকে ধা’ক্কা দেয়। ভ্যানের ধা’ক্কায় জমিলা সড়কে ছিটকে পড়ে গুরুতর আ’হত হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে সময় ভ্যানচালক ভ্যান গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ‘বাড়ির সাথে রাস্তার পাশে মায়ের সাথে নিহত বাচ্চাটি খেলা করছিল। হঠাৎ মায়ের হাত ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে দৌড় দিলে পেছন থেকে আসা একটি ভ্যান গাড়ির সাথে ধা’ক্কা লাগে। এতেই তার মৃত্যু হয়।’