মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর >>
পীরগঞ্জসহ দেশব্যাপী হিন্দুদের মন্দির-মণ্ডপ ও বসতবাড়িতে হা ম লা-ভাং চু র এবং অ গ্নি সং যো গে র সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রবিবার বিকেলে স্থানীয় প্রেসক্লাব চত্বরে “নি পী ড় নে র বিরুদ্ধে রংপুর” এর উদ্যোগে মানব্বন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয় । শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক সাবেক ছাত্রনেতা অ্যাড. পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগঠক অ্যাডভোকেট রায়হান কবীর, জনসংগ্রামী পার্টির সংগঠক সালাউদ্দিন আহমেদ বাবু,ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হানিফ খাঁন সজীব,কমিউনিস্ট পার্টি গঠন প্রক্রিয়ার সংগঠক রেদোয়ান ফেরদৌস, প্রপদ এর নুরে আজম দীপু,সিপিবি নগর কমিটির সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল, রংপুর পদাতিকের এস,বি সুমন,যুব অধিকার পরিষদের নুরুজ্জামান বাবু,শিক্ষানবিশ আইনজীবী স্বপন রায় প্রমুখ।
বক্তারা,পীরগঞ্জসহ দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের মণ্ডপ, মন্দির ও বসতবাড়িতে হা ম লা এবং অ গ্নি সং যো গে র ঘটনায় সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিচ্ছে । রামু থেকে নাসিরনগর কোন ঘটনার বিচার হয়নি । বিচারহীনতার সংস্কৃতি ধর্মান্ধদের বেপরোয়া করে তুলেছে । অতীত এবং বর্তমানের সকল শাসকগোষ্ঠী ক্ষমতার স্বার্থে ধর্মকে হা তি য়া র করেছে। ধর্ম অ ব মা ন না র ধোঁয়া তুলে একের পর এক ব র্ব রো চি ত ঘটনা ঘটছে। অথচ এর কোন প্রতিকার নেই । বরং নানাভাবে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হচ্ছে । বক্তারা, পীরগঞ্জসহ দেশব্যাপী সংঘটিত তাণ্ডবের সাথে জড়িতদের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান ।