
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনা চাটমোহরে আজ ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে কেক কেটে মথুরাপুর সেন্ট রীটার্স্ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস ২০১৯ পালিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মথুরাপুর ধর্ম পল্লীর পুরোহিত ফাদার দীলিপ এস কস্তার সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মেরি মনিকের উপস্হাপনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সজিব সাহরিন এ এসপি( সার্কেল) চাটমোহর, শেখ নাসীর উদ্দিন অফিসার ইনচার্জ সহ প্রমুখ।
স্বাগত বক্তব্যে অতিথিরা বলেন, শিক্ষক দিবস ছাত্রছাত্রীদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনটির প্রতিটি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং মূল্যবোধের দিন। শিক্ষকের কাজ বিশ্বের সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি, তারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্ব্বল করার এবং তাদের সুশিক্ষা দেয়ার দায়িত্ব গ্রহণ করেন।
শিক্ষকরা তাদের ছাত্রদের পূর্ণ শিক্ষা দান করেন। প্রতিটি ছাত্র অনন্য এবং ভিন্ন। একজন ভালো শিক্ষক তার শিক্ষার্থীদের সমস্ত বিষয়ে দক্ষতা বাড়িয়ে তুলতে উৎসাহিত করেন। অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন সাংবাদিক, মোঃ জাহাঙ্গীর আলম প্রকাশক ও সম্পাদক স্বাধীন খবর ডটকম, তোফাজ্জল হোসেন বাবু বিবিসি একাত্তর জেলা প্রতিনিধি পাবনা, শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও অবিভাবকবৃন্দ। উক্ত শিক্ষক দিবস অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা তাদের সঙ্গীত, নৃত্য, ও অভিনয় পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বেলালুর রহমান।