আবু হানিফ, পাকুন্দিয়া।।
বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বিকেলে পাকুন্দিয়া বাজার জামে মসজিদে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে মাওলানা হযরত মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা আঃ করিম।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক মাওলানা ওসমান গণি( কাগজী)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সভাপতি মাওলানা মুফতি মাহমুদুল হাসান
সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মোফাজল হোসেন,
সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসেন, বায়তুল মাল সম্পাদক নুমান হাবিবী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাকির হোসেন এবং প্রচার সম্পাদক মাওলানা ফজলে রাব্বি। এসময় কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।