আবু হানিফ, পাকুন্দিয়া( কিশোরগঞ্জ)।।কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের দায়ে মো. জুবায়েত নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (১৭ মে) বিকেলে জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা গেছে, মো. জুবায়েত চরটেকী নামাপাড়া এলাকার এমদাদুলহকের ছেলে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসারও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ‘কারাদণ্ড হওয়ার পরপরই আমরা আসামি জুবায়েতকে কারাগারে পাঠিয়েছি।’
ইউএনও আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক একই এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করে আসছিল। সামাজিকভাবে সমাধান না পেয়ে আজ শনিবার আমার কাছে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে জুবায়েতকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’