পাবনা প্রতিনিধি >>
“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনা চাটমোহর উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঐতিহাসিক বালুচর খেলার মাঠে ৫দিনব্যাপী ‘ফলদ বৃক্ষ মেলা-২০১৯’ আয়োজন করেছে। আজ ১৫ জুলাই সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: মকবুল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- আলহাজ্ব মো: মকবুল হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ভাইস চেয়ারম্যান মো: ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ফিরোজা পারভীন।
স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার হাসান রশীদ হোসাইনী। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন- থানা অফিসার ইনচার্জ সেখ মো: নাসীর উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: নাজিম উদ্দিন মিয়া, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, জেলা পরিষদ সদস্য মো: সাইদুল ইসলাম পলাশ, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, দৈনিক চলনবিল পত্রিকা সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান মোন্নাফ প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব মো: মকবুল হোসেন এমপি বলেন, “নিজের ভালো সকলেই বোঝেন, প্রতি নিয়ত গাছ-পালা কেটে নিজেরা পরিবেশের ভারসাম্য নষ্ট করেছি। অতএব পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনে বেশি বেশি বৃক্ষ রোপন করুন।”
মেলায় ৩০টি স্টলে ফলজ, বনজ, ওষধি গাছের চারার সমাবেশ ঘটেছে। এই মেলা আগামী ১৯ জুলাই শুক্রবার পর্যন্ত চলবে। মেলা চলাকালে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান থাকবে।