
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
২৪ জানুয়ারি শনিবার, দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত হলো জেলা ইমাম সম্মেলন। আসন্ন ১২ই ফেব্রুয়ারি গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, উপজেলা নির্বাহী অফিসার (সদর) তমলিকা পাল, স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ মাহমুদার রহমান।
এছাড়াও বিশিষ্ট আলেম ও ওলামায়ে কেরামগণ পবিত্র দ্বীনের আলোকে ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরেন।
সম্মেলনে বক্তারা আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন ও জুলাই সনদের বাস্তবায়নে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন,পরির্বতনের চাবি এবার আপনারই হাতে। সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমুহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করতে ‘হ্যাঁ’ ভোটে টিক চিহ্ন দিন।


















