![](https://crimepatrol24.com/wp-content/uploads/Press-Release-56-BGB-1024x683.jpg)
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি’র) দায়িত্বরত সীমান্ত এলাকা যথাক্রমে নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৪৭.৯১৮ কিঃ মিঃ অংশে অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধের পাশাপাশি মাদক পাচার/গরু চোরাচালানী প্রতিরোধকল্পে অত্যন্ত সতর্ক প্রহরা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে অধিকতর স্পর্শকাতর স্থান সমূহ চিহ্নিত করে সিভিল সোর্স, গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট রাত ৯টায় নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ মালকাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৭৪/৪৯-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ীপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে গেলেও উক্ত স্থান হতে ৯৭৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।