আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে প্রথম ধাপে সুরক্ষিত অবস্থায় দুই হাজার ৪০০ ভায়াল করোনাভাইরাসের ভ্যাকসিন এসে পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি এই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রোববার(৩১ জানুয়ারি) সকাল ৮ টার দিকে বেক্সিমকো ফার্মার কাভার্ড ফ্রিজার ভ্যানে করে পঞ্চগড় জেলা সিভিল সার্জন কার্যালয়ে ভ্যাকসিনগুলো এসে পৌঁছালে বেক্সিমকো প্রতিনিধিদের কাছ থেকে এসব গ্রহণ করেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস. এম সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার রায়হান কবির।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে দুই হাজার ৪০০ ভায়াল এসেছে। এগুলো দিয়ে ২১ হাজার ৬০০ জনের শরীরে প্রয়োগ করা যাবে।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, ‘ঢাকা থেকে নির্ধারিত তাপমাত্রায় টিকাগুলো সুরক্ষিতভাবে এসেছে এবং ইপিআই স্টোরে সেভাবেই সংরক্ষণ করা হয়েছে। এগুলোর তাপমাত্রা বাইরে থেকেও অনলাইনে যাচাই করা যাবে।
সিভিল সার্জন আরো বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত কেন্দ্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে।