আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা ওয়ায়সুল কোরায়শীকে দাফন করা হয়েছে।
শনিবার দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা ওয়ায়সুল কোরায়শীর মরদেহে গার্ড অব অনার দেন।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় ওয়ায়সুল কোরায়শী শহরের বানিয়াপট্টি বাজারস্থ তার নিজ বাড়িতে বার্ধ্যক্যজনিত কারণে মারা যান। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।