
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে মৌমাছির কামড়ে ভোগলু মোহাম্মদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বসুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোগলু মোহাম্মদ দুপুর ১টার দিকে পার্শ্ববর্তী এলাকা মাঝপাড়ায় নাতনীর বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে কাঁঠাল গাছে থাকা মৌমাছির চাকে একটি পাখির ডানার ঝাঁপটা লাগে। এতে মৌমাছির দল ছুটে এসে তাকে আক্রমণ করে। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজ উদ্দৌলা পলিন বলেন, ওই বৃদ্ধ মৌমাছির কামড়ে আহত হয়ে হাসপাতালে আসার পথেই মারা গেছে।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।