
আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে মুক্তিযুদ্ধ মঞ্চের ২য় প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার উদ্যোগে জেলা পরিষদ হলরুমে ২য় প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রথমে সংগঠনটির পক্ষ থেকে জেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার সাদাত সম্রাট।
মুক্তিযুদ্ধ মঞ্চের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শুভ’র সঞ্চালনায় এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সামস্ আরেফিন বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম, হুমায়ুন কবির উজ্জ্বল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ হিটলার প্রমুখ। মোনাজাত শেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়৷