আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে পুলিশি বাধার সম্মুখীন হয়েছে বিএনপি।
রোববার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ বের করেন এবং মহাসড়কে উঠার আগেই পুলিশি বাধার শিকার হন। পরে দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত আকারে কর্মসূচিটি শেষ করেন।
এসময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুগ্ম আহ্বায়ক এম. এ মজিদ, জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক।