আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতা বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে কৃষক পর্যায়ে উন্নত প্রযুক্তি নির্ভর করে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পাট অধিদপ্তর,পাট মন্ত্রণালয়ের ব্যবস্তাপনায় ২০২০ অর্থবছরের উন্নত প্রযুক্তি নির্ভর পাট চাষ ও পাট বীজ উৎপাদনকারী এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলা শিক্ষা অফিস হলরুমে ঘণ্টাব্যাপি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খুরশীদ ইকবাল রেজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ হোসেন, উপজেলা পাট কর্মকর্তা আহসান হাবীব মিল্লাত, পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় ১ শত পাট চাষীর মাঝে প্রশিক্ষণের পাশাপাশি রাসায়নিক সারও বিতরণ করা হয়।