আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
সিলেট এমসি সরকারি কলেজের ছাত্রবাসে গৃহবধূকে গণধর্ষণ ও নোয়াখালী বেগমগঞ্জের নারীকে বিবস্ত্র করে ধর্ষণসহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ধর্ষকদের বিচার ও ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে পঞ্চগড় -ঢাকা জাতীয় মহাসড়কের শেরে-বাংলা পার্ক চত্বরের সামনে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন, মানববন্ধনের বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলনের জেলা শাখার সভাপতি অ্যাড. আনোয়ারুল আবুল খায়ের , গ্রীন ভয়েসের জেলা শাখার সমন্বয়ক মাহামুদুল হাসান মুন,সদস্য অ্যাড. আহসান হাবীব সরকার,সমাজসেবক আবুল সালেক, সিনিয়র সাংবাদিক সহিদুল ইসলাম শহীদ, আজহারুল ইসলাম জুয়েলসহ গ্রীন ভয়েস ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা৷
উপস্থিত বক্তারা এমসি কলেজের গৃহবধু কে ধর্ষণ ও নোয়াখালী বেগমগঞ্জে বিবস্ত্র অবস্থায় নারীকে ধর্ষণের সঙ্গে জড়িতসহ দেশের বিভিন্ন জেলায় সকল ধর্ষণের ঘটনায় জড়িত সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান ।